Wellcome to National Portal
Main Comtent Skiped

future plans

সমৃদ্ধির অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য  বাংলাদেশ  শীর্ষক  সরকারের  নির্বাচনী  ইশতেহার, উন্নয়ন  দর্শন  রুপকল্প  2021, 2021 সালের  মধ্যে  মধ্যম আয়ের দেশ  এবং 2041 সালের মধ্যে  উন্নত- সমৃদ্ধ  দেশে  উন্নীতকরণ  এবং টেকসই

উন্নয়ন  অভীষ্ট  (এসডিজি) –এ  উল্লিখিত  লক্ষ্যমাত্রা  অর্জনের  লক্ষ্যে  ৮ম   পঞ্চবার্ষিক  পরিকল্পনায়  (2021-2025)

মৎস্য সেক্টরে অর্জিতব্য  নিম্নরুপ  প্রধান   লক্ষ্যসমূহ  নির্ধারণ  করা হয়েছে:

 

* চাষকৃত  মাছের উৎপাদন  2017-18  সালের  (24.05 লক্ষ মে.টন)  তুলনায়  21 শতাংশ  এবং  মোট মাছের  উৎপাদন  20 শতাংশ  বৃদ্ধি করা :

* ইলিশের  উৎপাদন  2017-18  সালের  (৫.১৭ লক্ষ  মে.টন)  তুলনায়  20 শতাংশ  এবং  সামুদ্রিক  মাছের  উৎপাদন  ২০ শতাংশ বৃদ্ধি করা :

* দৈনিক  মাথাপিছু মাছ  গ্রহণের  পরিমাণ  65 গ্রাম  নিশ্চিত  করাঃ

* হিমায়িত  চিংড়ি , মাছ  ও ভ্যালু  অ্যাডেড  মৎস্যপণ্য  রপ্তানি  1.00 লক্ষ  মে. টনে  উন্নীত  করাঃ

*  মৎস্য অভয়াশ্রম  এলাকায়  সংকটাপন্ন  মৎস্য প্রজাতির  সংখ্যা  ৫০ শতাংশ  হ্রাস করা:

* বেকার যুবক ও যুবমহিলাদের  জন্য অধিকতর  কর্মসংস্থান সৃষ্টি  ও মৎস্যচাষে  20-25  শতাংশ  নারীর  অংশগ্রহণ  নিশ্চিতকরণ:

* মৎস্যচাষি / মৎস্যজীবিদের  আয় ৩০ শতাংশ  বৃদ্ধি করণঃ এবং দেশীয়  ও আন্তজাতিক বাজারে  নিরাপদ  খাদ্য  সরবরাহের  ক্ষেত্রে  উদ্যোগ গ্রহণ।